ঘূর্ণিঝড় বুলবুল আতংকে বাউফলের মানুষ

 ঘূর্ণিঝড় বুলবুল আতংকে বাউফলের মানুষ
এম অহিদুজ্জামান ডিউক প্রতিনিধি:বাউফল: ঘূর্ণিঝড় বুলবুলকে নিয়ে আতংক ও উৎকন্ঠর মধ্যে রয়েছে পটুয়াখালী বাউফলের সর্বস্তরের মানুষ। ৭ নম্বর বিপদ সংকেত থেকে হঠাৎ ১০ নম্বর মহাবিপদ সংকেত দেয়ায় জনসাধারণের মধ্যে উদ্বেগ উৎকন্ঠ আরো বেড়ে গেছে। উপজেলার চন্দ্রদ্বীপ, নাজিরপুর, কালাইয়া, কেশবপুর ও ধুলিয়া ইউনিয়নের চর বাসুদেপাশা সহ বিভিন্ন ইউনিয়নের সহা¯্রাধীক পরিবার ঝুঁকির মধ্যে থাকায় এদেরকে নিরাপদ আশ্রয়ে নেয়ার জন্য উপজেলা প্রশাসন চেস্টা চালিয়ে যাচ্ছে। নদী তীরবর্তী এলাকায় মাইকিং করে জণগনকে নিরাপদ আশ্রয়ে অবস্থান নেয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া কালাইয়া নিমদি বগা ও ধুলিয়া লঞ্চ ঘাট এলাকার সকল নৌযান সহ বাস চলাচল বন্ধ রয়েছে। বাউফলের ইউএন পিজুস চন্দ্র দে জানান, ইতোমধ্যে ৪টি জরুরী সভা করা হয়েছে। সেগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও গ্রাম পুলিশকে অবহিত করা হয়েছে। প্রতি ১ ঘন্টা পর পর উপজেলার সকল মজিদের মাইক ব্যবহার করে ১০ নম্বর মহা বিপদ সংকেত জানিয়ে দেয়া হচ্ছে। ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম গঠন করা হয়েছে। ঘূর্ণিঝড় পূর্ববর্তী, চলাকালিন ও পরবর্তী তিনটি ফেইসে ভাগ করে সকল ধরনের সমস্যা মোকাবেলার জন্য উপজেলার প্রশাসন তৎপর রয়েছে। পানি বিশুদ্ধ করনের জন্য ৫ হাজার পিচ ট্যাবলেট সহ প্রাথমিক চিকিৎস্যার জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। জরুরী ভিত্তিতে উদ্ধার কাজ পরিচালনার জন্য ট্রলার,স্প্রিড বোর্ড ও নৌকা প্রস্তুত রাখা হয়েছে; খোলা হয়েছে কন্ট্রোল রুম। এমঅহিদুজ্জামানডিউক